নদী গর্ভে...
সোনামুখীর শালী নদীর বালি খুঁড়তে গিয়ে একটি পুরাতাত্ত্বিক সৌধের অংশ মিলেছে। রবিবার ঘটনাস্থল ঘুরে দেখেন বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র
পুরাকীর্তি সংগ্রহশালার সচিব তথা পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত। তাঁর মতে, “ইট ও নকশা দেখে মনে হচ্ছে প্রায় ৩০০ বছরের
প্রাচীন এই মন্দিরটি বড় কোনও বন্যায় নদীতে পড়ে গিয়েছিল।” ক্ষতির আশঙ্কায় বালি তোলার কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোনামুখীর বিডিও বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, তাঁরা রাজ্য পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করছেন। ছবি: শুভ্র মিত্র ।